ফরিদপুরে গৃহবধু জেসমিন বেগমকে হত্যার দায়ে স্বামী মিলন শেখকে (৩৯) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রমে কারাদণ্ড দেওয়া হয়।
সোমবার (২৯ জুলাই) বিকেলে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শিহাবুল ইসলাম এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
সাজাপ্রাপ্ত মিলন শেখ সদর উপজেলার বিলমামুদপুর এলাকার আক্কেল মোল্যার ডাঙ্গী এলাকার মো. সিদ্দিক শেখের ছেলে।
আদালত সূত্রে জানা যায়, স্বামীর পরকীয়ার প্রতিবাদের জেরে ২০১৯ সালের ২০ মার্চ সকালে স্বামীর ঘর থেকে জেসমিন বেগমের গলায় ওড়না পেঁচানো মরদেহ উদ্ধার করা হয়। তাকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠে। পরে জেসমিনের বাবা ইউনুস শেখ বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। পুলিশ তদন্ত শেষে একই বছরের ১৭ জুলাই অভিযোগপত্র দেয়।