ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় প্রাইভেটকারে করে চুরি করা গরু নিয়ে পালানোর সময় ফারুক মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয়রা।
শুক্রবার (৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার কুট্টাপাড়ায় এ ঘটনা ঘটে। আটক ফারুক হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার ইসমাইল মিয়ার ছেলে।
খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নন্দনপুর বিসিক শিল্পনগরী এলাকা থেকে একটি গরু চুরি করে প্রাইভেটকারে নিয়ে পালাচ্ছিলেন ফারুক। ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে যাওয়ার সময় আশপাশের লোকজনের বিষয়টি নজরে পড়ে। পরে কুট্টাপাড়া মোড়ে স্থানীয়রা গরুসহ ফারুককে আটক করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। এ সময় অন্য তিনজন পালিয়ে যান।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল ইউনিয়নের নন্দনপুর বিসিক এলাকা থেকে আজ সকালে গরুটি চুরি করেন তারা। গরুটির মালিকেরও সন্ধান পাওয়া গেছে। ষাঁড়টির আনুমানিক দাম ৮০ হাজার টাকা।
ওসি আরও জানান, প্রাইভেটকারের পেছনের আসনগুলো খুলে রাখা হয়েছে। চোর চক্রটি দীর্ঘদিন ধরে মহাসড়কের বিভিন্ন এলাকা থেকে প্রাইভেটকারে করে গরু চুরি করে আসছিল। প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন