সুনামগঞ্জের দোয়ারাবাজারে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় জনতার হাতে আটক হয় এক যুবক। পরে ওই যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৬ মার্চ) সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (১৪ মার্চ) রাতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমদ।
দণ্ডপ্রাপ্ত যুবক উপজেলার বোগলাবাজার ইউনিয়নের কান্দাগাও গ্রামের মনির উদ্দিনের ছেলে মোহাম্মদ আলী (২৯)।
এলাকাবাসী সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী গ্রামের এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে প্রেম চলছিল মোহাম্মদ আলীর। দীর্ঘদিন ধরে অবৈধভাবে ওই বাড়িতে আসা-যাওয়া করে মোহাম্মদ আলী। পরে সোমবার (১৪ মার্চ) রাতে এলাকার কিছু যুবক ওই প্রবাসীর ঘর থেকে মোহাম্মদ আলীকে বের করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ জানান, বিষয়টি মূলত পরকীয়ার ঘটনা ছিল। ইভটিজিংয়ের অপরাধে মোহাম্মদ আলীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর বলেন, আটককৃত মোহাম্মদ আলী পার্শ্ববর্তী গ্রামের এক প্রবাসীর বাড়িতে অবৈধভাবে আসা-যাওয়া করত। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে কিছু যুবক তাকে আটক করে আমাদের খবর দেয়। পরে তাকে মোবাইল কোর্টে হাজির করলে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়।