English

20 C
Dhaka
শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
- Advertisement -

প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালানো ছাত্রলীগ নেতা গ্রেফতার

- Advertisements -

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে হানিমুনে গিয়ে প্রবাসী স্বামীকে মারধর করে নববধূকে নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় প্রেমিক ছাত্রলীগ নেতা সাইদুর রহমান নোমানকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল সোমবার বিকেলে সাইদুর রহমান নোমানকে গ্রেফতার করে তালতলী থানা পুলিশ।

মঙ্গলবার তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বিষয়টি নিশ্চিত করে।

নোমান তালতলী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি ছোটবগী ইউনিয়নের মৌপাড়া এলাকার আলাল হাওলাদারের ছেলে।

জানা গেছে, গত ২০ সেপ্টেম্বর নববধূকে নিয়ে সমুদ্র সৈকত কুয়াকাটায় হানিমুনে যান প্রবাসী স্বামী মনিরুল ইসলাম (৩৫)। রাত ১১টার দিকে স্ত্রীকে নিয়ে বিচে ঘুরতে গেলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী তার স্ত্রীর সাবেক প্রেমিক নোমানসহ তার সহযোগীরা স্বামীকে মারধর করে প্রেমিক নোমানের সঙ্গে চলে যান ওই প্রবাসীর স্ত্রী।

ওই ঘটনার পর গত এক সপ্তাহ ধরে নোমান ওই প্রবাসীর স্ত্রী প্রেমিকাকে নিয়ে তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের আগাপাড়া গ্রামে শাহজাহান প্যাদার ছেলে হাসান প্যাদার (ছেলের ভগ্নিপতি) বাড়িতে আত্মগোপন করেন। সংবাদ পেয়ে গতকাল সোমবার বিকেলে তালতলী থানা পুলিশ তাদের ওই বাড়ি থেকে গ্রেফতার করে।

সাবেক প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়া প্রবাসীর স্ত্রী বরগুনা সদর উপজেলার হেউলিবুনিয়া গ্রামের মো. হারুন অর রশিদের মেয়ে।

তালতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, তালতলীতে প্রেমিকের ভগ্নিপতির বাড়িতে আত্মগোপন করে আলোচিত প্রেমিক-প্রেমিকা। পরে গোপন তথ্য পেয়ে তাদের গ্রেফতার করে মহিপুর থানায় পাঠানো হয়েছে। সাবেক প্রেমিক কর্তৃক প্রবাসী স্বামীকে মারধরের ঘটনায় মহিপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন