পাবনা শহরতলীর অনন্ত বাধ এলাকার আধিপত্য নিয়ে বিরোধের জেরে আরাফাত (১৯) নামে এক তরুণ খুন হয়েছেন। বুধবার (২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে অনন্ত বাধ এলাকার মেথর কলোনির দক্ষিণ রাঘবপুর এলাকায় ওই তরুণ খুন হন।
নিহত আরাফাত ওই এলাকার মো. ওমর আলীর ছেলে এবং পৌর যুবদল সভাপতি রুপমের অনুসারী ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, অপরাধ জগতের আধিপত্য নিয়ে বিভিন্ন সময়ে বিবাদমান গ্রপগুলোর মধ্যে বিরোধের জেরে খুনের ঘটনা ঘটে থাকে। এরই ধারাবাহিকতায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় ইউপি সদস্য শহিদ মেম্বারের অনুসারীদের সঙ্গে বিরোধ চলছিল আরাফাত ও তার সহযোগীদের। বুধবার রাতে আরাফাতকে একা পেয়ে প্রতিপক্ষের সন্ত্রাসীরা আরাফাতের ওপর হামলা চালায়।
সন্ত্রাসীরা তাকে হাঁটুসহ শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি ছুরিকাঘাত করে রেখে যায়। রাত ১১টার দিকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা আরাফাতকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসকরা জানান, অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। এদিকে আরাফাতের মৃত্যুর খবরে বিক্ষুব্ধ হয়ে ওঠে আরাফাতের সহযোগীরা। তারা রাতেই শহিদ মেম্বারের বাড়ি-ঘরে ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পাবনা থানার ওসি আব্দুস সালাম জানান, আধিপত্য বিস্তার নিয়ে পূর্ব বিরোধের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শহিদ মেম্বার ও তার অনুসারীদের বিরুদ্ধে অভিযোগ ওঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। তবে এখনও কাউকে আটক করা সম্ভব হয়নি।
পাবনা থানার ওসি (অপারেশন) সঞ্জয় কুমার সাহা বৃহস্পতিবার দুপুরে জানান, হত্যাকাণ্ডের ঘটনায় মামলার প্রস্ততি চলছে। জড়িতদের গ্রেফতারে পুলিশ মাঠে রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।