কক্সবাজারের টেকনাফে প্রতিপক্ষের গুলিতে এক লবণচাষীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার হ্নীলা আলীখালি মৃতের নিজ মুরগী খামারের পাশে বুধবার (১ মার্চ) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
নিহত নজির আহমদ (৩৭) টেকনাফের হ্নীলা ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ড আলীখালি এলাকার মৃত অলি হোসেনের ছেলে।
নিহতের ছোট ভাইয়ের বারাতে টেকনাফ মডেল থানার ওসি মো. আব্দুল হালিম জানান, বুধবার রাতের খাওয়া শেষ করে বাড়ির পাশে থাকা মুরগি খামার ও লবণের মাঠের কাজ দেখে মুরগির খামারের পাশে দাঁড়িয়েছিল নজির আহমদ ও তার ছোট ভাই নুর মোহাম্মদ। হঠাৎ ১০ থেকে ১৫ জনের একটি সশস্ত্র গ্রুপ অস্ত্র ও লম্বা কিরিচ নিয়ে তাকে ঘিরে ফেলে। ঘিরে রাখার পর তাদের ওপর গুলি বর্ষণ করতে থাকেন তারা। গুলি খেয়ে নজির আহমদ খামারের পাশে থাকা পুকুরে পড়ে ঘটনাস্থলে মারা যান। পরবর্তীতে নূর মোহাম্মদের চিৎকার ও গুলির শব্দে আশপাশের লোকজন এগিয়ে আসলে নুর মোহাম্মদ প্রাণে রক্ষা পান।