গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার সামনে থেকে পুলিশভ্যান থেকে হাতকড়াসহ ধর্ষণ ও অপহরণ মামলার এক আসামি পালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ধাক্কা মেরে ওই আসামি পালিয়েছে বলে অভিযোগ পুলিশের। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটলেও বিকেলে পুলিশ স্বীকার করে। ওই আসামির নাম সামিউল ইসলাম।
থানা সূত্রে জানা গেছে, সামিউলের বিরুদ্ধে ধর্ষণ ও অপহরণের মামলা করেন তার এক আত্মীয়। ওই মামলায় সামিউল দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তথ্য-প্রযুক্তি ব্যবহার করে চাঁদপুর থেকে সোমবার রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। আজ মঙ্গলবার ভোরে সামিউলকে গোবিন্দগঞ্জে থানার সামনে নিয়ে আসলে পুলিশভ্যান থেকে তাকে নামানোর সময় আসামি হাতকড়াসহ পালিয়ে যান।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন আসামি পলায়নের বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশের একাধিক টিম তাকে গ্রেপ্তারের জন্য মাঠে কাজ করছে।