English

26 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

পাবনায় রাশিয়ান নারীকে উত্ত্যক্ত, যুবকের তিন মাসের কারাদণ্ড

- Advertisements -

পাবনার ঈশ্বরদী রূপপুরে এক রুশ নারীকে উত্ত্যক্তের অভিযোগে সজিবুল ইসলাম রুবেল ওরফে সৃষ্টি  নামের এক যুবককে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা পি এম ইমরুল কায়েস এ আদেশ দেন।

রুবেল ঈশ্বরদী পৌর এলাকার পূর্বটেংরী কলেজ রোড মহল্লার মৃত আব্দুল আজিজের ছেলে।

আমবাগান পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহেল জানান, ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান অর্গানস্ট্রয় এক্সপোর্টে কর্মরত এক রাশিয়ান নারীকে কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গির মাধ্যমে প্রায়ই উত্ত্যক্ত করতেন সজিবুল ইসলাম রুবেল।

আজ বৃহস্পতিবার সকালে শহরের কলেজ রোডের বাসা থেকে ওই বিদেশি নারী প্রকল্পে যাওয়ার জন্য বের হলে রুবেল ফের উত্ত্যক্ত শুরু করেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা পি এম ইমরুল কায়েস ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে তিন মাসের কারাদণ্ড প্রদান করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পি এম ইমরুল কায়েস জানান, প্রকল্পের কাজে যাওয়া-আসার পথে ওই বিদেশি নারীকে রুবেল প্রায়ই উত্ত্যক্ত করতেন। অভিযুক্ত রুবেলকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন