ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চৌধুরীকান্দা সদরদী গ্রামের পাটক্ষেত থেকে নুপুর সাহা (২৫) নামের এক নারী এনজিওকর্মীর অর্ধনগ্ন মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৮ জুন) বিকেলে স্থানীয় মামুন শেখের পাটক্ষেত থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
নুপুর সাহা ভাঙ্গা পৌরসভার রায়পাড়া সদরদী গ্রামের বাসিন্দা কাত্তিক রায়ের স্ত্রী। তার দুই বছর বয়সী একটি সন্তান রয়েছে। তিনি ছয়মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
ধারণা করা হচ্ছে, ওই নারীকে ধর্ষণের পর হত্যা করে পাটক্ষেতে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার (৭ জুন) সকালে নুপুর সাহা তার কর্মস্থল পৌর সদরের হোগলাডাঙ্গি গ্রামের আদ-দ্বীন এনজিওর কিস্তির টাকা উত্তোলনের জন্য বের হন। এরপর থেকে তার কোনো খোঁজ পাচ্ছিলেন না পরিবার ও অফিসের লোকজন। বুধবার বিকেলে স্থানীয় মামুন শেখের পাটক্ষেতে ওই নারীর অর্ধনগ্ন মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।