English

32 C
Dhaka
সোমবার, মার্চ ৩১, ২০২৫
- Advertisement -

পাচারের সময় ১৮ স্বর্ণবারসহ যুবক আটক

- Advertisements -

সাতক্ষীরায় ১৮টি স্বর্ণের বারসহ মো. মিঠু সরদার (২৩) নামে এক চোরাকারবারীকে আটক করেছে সদর থানা পুলিশ।

সোমবার (৬ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় সাতক্ষীরা শহরের বাকাল ব্রিজ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মিঠু সরদার সাতক্ষীরা পৌরসভার থানাঘাটা এলাকার মো. শওকত আলীর ছেলে। তিনি ভারতে পাচারের উদ্দেশ্যে ওই স্বর্ণ সাতক্ষীরার সীমান্ত এলাকায় নিয়ে যাচ্ছিলেন বলে জানা গেছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ মো. ফখরুল আলম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই শাহজালাল ও এএসআই জিয়া একটি মোটরসাইকেলকে চ্যালেঞ্জ করে। এ সময় তার মোটরসাইকেল তল্লাশি করে মাদকের বদলে ১৮টি স্বর্ণের বার পাওয়া যায়। স্বর্ণের বারগুলো অতি কৌশলে মোটরসাইকেলের চেসিসের ভেতর টেপ দিয়ে প্যাঁচানো ছিলো। আটক আসামি ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো নিয়ে যাচ্ছিলেন বলে প্রাথমিকভাবে স্বীকার করেছেন।

ওসি আরও জানান, স্বর্ণের বারগুলোর মোট ওজন ২ কেজি ৯৯ গ্রাম ৫২০ মিলিগ্রাম। এর বর্তমান বাজারমূল্য প্রায় ১ কোটি ৬৫ লাখ ৬০ হাজার টাকা। আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনাস্থলটি অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান পরিদর্শন করেছেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন