English

25 C
Dhaka
মঙ্গলবার, মার্চ ১১, ২০২৫
- Advertisement -

পাগল সেজে নারীদের হেনস্থাকারী সেই যুবক আটক

- Advertisements -

হিজাব ছাড়া বের হওয়া নারীদের ধর্ষণ করা যাবে বলে হুমকিদাতা সেই যুবককে ঢাকার সাভার থেকে আটক করেছে পুলিশ। আটক যুবকের নাম খালিদ মাহমুদ ওরফে হৃদয় খান।আজ সোমবার বিকেলে সাভারের আমিনবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

অভিযোগ রয়েছে, পাগলের বেশ ধরে ওই যুবক রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতেন এবং হিজাব না পরা নারীদের দীর্ঘদিন নানাভাবে হেনস্থা করতেন। সেগুলোর ভিডিও ধারণ করে তা আবার টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিতেন।

পুলিশ বলছে, বেশ কয়েকটি ভিডিও তাদের সংগ্রহে রয়েছে সেখানে পথচারী নারীদের উদ্দেশ করে ওই যুবককে বলতে শোনা গেছে, ‘হিজাব না পরলে ধর্ষিত হবেন’। এ ছাড়া নারীদের প্রতি তার মন্তব্য অনেক আপত্তিকর। এ ছাড়াও কম বয়সী মেয়েদের প্রতিও তিনি অশালীন মন্তব্য করেন।

ওই যুবকের প্রকাশ করা বেশ কিছু আপত্তিকর ভিডিও জনমনে তীব্র অস্বস্তি ও আপত্তির তৈরি হয়। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের অনেকেই বিষয়টি তুলে ধরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন। পরে পুলিশের উচ্চপর্যায়ের নির্দেশে তথ্যপ্রযুক্তির সহায়তায় ওই যুবকের অবস্থান শনাক্ত করে তাকে আটক করা হয়।

আজ রাতে সাভার মডেল থানায় এ বিষয়ে জরুরি সংবাদ সম্মেলন করে আটক যুবকের অপরাধের মাত্রা সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনূর কবির ও সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা। তারা জানান, আটক যুবকের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন