English

20 C
Dhaka
সোমবার, জানুয়ারি ১৩, ২০২৫
- Advertisement -

পরীক্ষা দিতে আসা ছাত্রলীগকর্মী আটক, মারধরের পর পুলিশে সোপর্দ

- Advertisements -

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিতে এসেছিলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী অর্ণব সিংহ রায়। পরীক্ষা শেষে বাইরে অপেক্ষা করা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা তাকে মারধরে করে প্রক্টর অফিসে নিয়ে যায়। পরে তাকে একটি মামলার অভিযুক্ত আসামি হিসেবে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

রবিবার (১২ জানুয়ারি) সন্ধ্যা ৫টার দিকে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আটককৃত অর্ণব সিংহ রায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের (কলেজ শাখা) সাবেক সভাপতি এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মী ছিলেন। তিনি কুমিল্লা গণিত বিভাগের স্নাতকোত্তর ২০২২-২৩ বর্ষের শিক্ষার্থী।

জানা যায়, আটককৃত অর্ণব সিংহ রায় আজ (১২ জানুয়ারি) সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিতে আসে। পরীক্ষা শেষে বাইরে অপেক্ষা করা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের উপস্থিতিতে প্রক্টর অফিসে নিয়ে যায়।

পরে প্রক্টর অফিস থেকে মারধর করতে করতে বের করে বিশ্ববিদ্যালয়ের গেটে অবস্থানরত পুলিশের কাছে সোপর্দ করেন সমন্বয়করা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে উপস্থিত মার্কেটিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহাদাত তানভীর রাফি বলেন, ‘সে ছাত্রলীগের নেতা। সে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলা করেছিল এবং বিপক্ষে গিয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে মিছিল দিয়েছিল। এ ছাড়া সে একাধিক মামলার আসামিও।

তাই তাকে পুলিশে দেওয়া হয়েছে। এর আগেও কয়েকজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছিল।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম বলেন, ‘আমরা তার সাথে কথা বলতে চেয়েছিলাম। কিন্তু যেভাবে শিক্ষার্থীরা একপ্রকার মব জাস্টিসের মতো তাকে নিয়ে গেল, সেখানে আমাদের কিছু করার ছিল না। যা হয়েছে তা অপ্রত্যাশিত।

মারধরের বিষয়ে তিনি বলেন, ‘আমরা ভিডিও দেখে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’

কোটবাড়ী পুলিশ ফাঁড়ির এসআই মো. বোরহান উদ্দিন বলেন, ‘সমন্বয়কদের মধ্য থেকে একজন ফোন দিয়ে আমাদের জানায়, একজন আসামিকে আটকে রাখা হয়েছে। পরবর্তীতে আমরা যাচাই করে দেখি, একটি মামলায় অভিযুক্ত ১২ নম্বর এজাহারভুক্ত আসামি। এরপর আমরা তাকে আটক করে নিয়ে আসি। বর্তমানে অভিযুক্ত ব্যক্তি ডিবি হেফাজতে আছে।’

এ ব্যাপারে জানতে কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি সাজ্জাদ করিম খানকে একাধিক মুঠোফোনে কল দিয়েও পাওয়া যায়নি।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন