English

19 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
- Advertisement -

পরকীয়ার টানে রাতে প্রেমিকার সঙ্গে দেখা করতে এসে গ্রামবাসীর হাতে ধরা খেলেন যুবক

- Advertisements -

পরকীয়ার টানে রাতে প্রেমিকার সঙ্গে দেখা করতে এসে গ্রামবাসীর হাতে ধরা পড়েন জিহাদ (২৮) নামের এক যুবক। আজ বৃহস্পতিবার সকালে তাকে পুলিশের কাছে তুলে দিয়েছে স্থানীয়রা। মাগুরার মহম্মদপুর উপজেলার চৌবাড়িয়া গ্রামে বুধবার রাতে এ ঘটনা ঘটে। পরকীয়া প্রেমিক জিহাদ মহম্মদপুর উপজেলার দীঘা গ্রামের ফেলু মোল্যার ছেলে।
স্থানীয়রা জানান, জিহাদ গতকাল দিবাগত রাতে তার পরকীয়া প্রেমিকার সঙ্গে দেখা করতে আসেন। এ সময় স্থানীয়রা টের পেয়ে জিহাদকে আটকে রাখে।
এ বিষয়ে পরকীয়া ওই প্রেমিকা বলেন, ‘জিহাদ দীর্ঘদিন ধরে আমাকে ব্ল্যাকমেইল করে আসছে। গত বুধবার রাতে জিহাদ আমার স্বামীর খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়াতে বলে এবং একপ্রকার চাপে পড়েই আমি কাজটি করতে বাধ্য হই।’
মহম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জিহাদকে আটক করে থানায় নিয়ে আসে। জিহাদ নাগড়া বাজারের হোটেল ব্যবসায়ী। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন