English

27 C
Dhaka
সোমবার, এপ্রিল ১৪, ২০২৫
- Advertisement -

নারায়ণগঞ্জে ভুয়া কাজীসহ আটক ৪

- Advertisements -

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে অপহরণের ২৪ ঘন্টার মধ্যে ঢাকার সাভার থেকে এক কিশোরীকে উদ্ধার করেছে র‍্যাব-১১। এ ঘটনার সাথে জড়িত অপহরণ চক্রের তিন সদস্য এবং এক ভুয়া কাজীকে আটক করেছে র‍্যাব।

এর আগে গত মঙ্গলবার সকাল ১১টায় ওই কিশোরী সিদ্ধিরগঞ্জের রসুলবাগ এলাকা থেকে মোঃ নূরনবী রনি (২২), তার সহযোগী মোঃ সাগর হোসেন(১৯) এবং মোঃ ফয়সাল (১৯) কর্তৃক অপহৃত হয়। ভিকটিমের বাবা ৯ ফেব্রুয়ারি র‌্যাব-১১’র বরাবর এই সংক্রান্তে একটি অভিযোগ দাখিল করে।

এরই ধারাবাহিকতায় বুধবার রাতে রসুলবাগ সাকিনস্থ আদম আলীর বাড়ীর সামনে অপহরণকারী চক্রের দুই সদস্য মোঃ সাগর হোসেন এবং মোঃ ফয়সালকে আটক করে। পরবর্তীতে এই দুই আটককৃত আসামিদের তথ্যের ভিত্তিতে ১০ ফেব্রুয়ারি রাতে ঢাকার সাভারের কর্ণপাড়া এলাকা থেকে মোঃ নূরনবী রনি এবং মোঃ আল-মামুনকে (৩৭) আটক করা হয়।

শুক্রবার দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র‍্যাব-১১’র সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন