নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে কিশোর গ্যাংয়ের ৯ সদস্যকে আটক করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে ছয়টি এসএস পাইপ ও ৩টি সুইচ গিয়ার চাকু জব্দ করা হয়। গতকাল রবিবার রাত সাড়ে ১১ টায় সিদ্ধিরগঞ্জের ওয়াপদা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আজ সোমবার রাত আড়াইটায় র্যাব-১১ এএসপি মো. সম্রাট তালুকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন, মিলন হোসেন (২৮), সারোয়ার হোসেন (২৬), আমিজ উদ্দীন জনি (২৭), মো. বাবু (২০), ইকবাল হোসেন (১৯), আরিফ হোসেন (২৬) ও মো. রবিন(১৮)। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় বাকি দুইজনের নাম প্রকাশ করা হয়নি।
উল্লেখ্য, আটককৃত কিশোররা ‘হোসেন গ্রুপ’ এর সক্রিয় সদস্য। তারা সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসী ও ছিনতাই কার্যক্রম পরিচালনা করে আসছিলো। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।