নারায়ণগঞ্জের বন্দরে চলন্ত বাসে গণধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী (১৮)বাস যাত্রী। রোববার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দরের মদনপুর বাসস্ট্যান্ডের কাছে এ ঘটনা ঘটে।
৯৯৯ এ কল পেয়ে ধর্ষণের শিকার তরুণীকে উদ্ধারসহ তিন ধর্ষককে গ্রেফতার ও বাসটি জব্দ করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হচ্ছে- কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানার মশুরিয়া গ্রামের হাছেন আলীর ছেলে বাস চালক নূরুল হক (২১), বরগুনার আমতলী থানার চরখালি গ্রামের আল আমিনের ছেলে বাসের কন্ডাক্টর শান্ত (১৬) ও রূপগঞ্জের চনপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে বাসের হেলপার বুলেট (১৪)। এ ব্যাপারে মামলা হয়েছে।
ধর্ষণের শিকার তরুণী জানান, তিনি রোববার রাত ১০টার দিকে নরসিংদীর গাউছিয়া যাওয়ার জন্য যাত্রাবাড়ী থেকে সায়েদাবাদ -গাউছিয়া চলাচলকারী মুক্তিযোদ্ধা পরিবহন নামে একটি বাসে উঠেন। বাসটি চিটাগং রোডে আসার পর সব যাত্রী নেমে যান। তাকে (একা) নিয়েই বাসটি বন্দরের মদনপুর বাসস্ট্যান্ডের কাছে জাহিন গার্মেন্টসের সামনে পৌঁছে। এ সময় উচ্চস্বরে গান বাজিয়ে পালাক্রমে ধর্ষণ করে। পরে তিনি বাস থেকে নেমে ৯৯৯ নম্বরে কল দিলে পুলিশ বাসের চালক, কন্ডাক্টর ও হেলপারকে গ্রেফতার করে।
এ ব্যাপারে বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, রোববার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর বাসস্ট্যান্ডের কাছে ওই তরুণীকে ধর্ষণ করে বাসের চালক, কন্ডাক্টর ও হেলপার। এ ব্যাপারে মামলা হয়েছে। তিনজনকেই গ্রেফতার করা হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে।