English

20 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ৩০, ২০২৪
- Advertisement -

নাটোরে চোর চক্রের ২ সদস্য আটক

- Advertisements -

নাটোরে পাঁচটি চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। আজ সকালে নাটোরের পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা।
তিনি জানান, এই মোটরসাইকেল চোর চক্রের অন্যতম সদস্য সুমনসহ অন্যান্যরা বিভিন্ন মামলায় নাটোর আদালতে হাজিরা দিতে আসতো। হাজিরা দিয়ে ফেরার সময় তারা নাটোর আদালত চত্বর থেকে মোটরসাইকেল চুরি করে নিয়ে চলে যেত।
মোটরসাইকেল চুরির বিষয়টি নাটোরে বিভিন্ন সময়ে ঘটলেও বর্তমানে এর সংখ্যা বহুগুণ বৃদ্ধি পেয়েছিলো। শহরের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি স্থান থেকে সম্প্রতি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে। অবশেষে পুলিশ প্রশাসন বিষয়টি মাথায় নিয়ে কাজ শুরু করে।
ডিবি পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে সিরাজগঞ্জ থেকে এই ২ জনকে আটক করে। তাদের দেয়া তথ্যানুযায়ী পাঁচটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান পুলিশ সুপার লিটন কুমার সাহা। উদ্ধারকৃত মোটরসাইকেল প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেয়ার কাজ চলমান রয়েছে বলে জানান তিনি।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন