ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় সোনার কয়েন দেখিয়ে প্রতারণার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতাররা হলেন, মাদারীপুর জেলার রাজৈর উপজেলার মহিষমারী গ্রামের আজাদ শেখ (৩২) ও একই উপজেলার গজারিয়া গ্রামের রবিউল শেখ (৩২)।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সোহাগী ইউনিয়নের কাঁঠালিয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়। পরে বিকেলে তাদের বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানায় মামলা হলে গ্রেফতার দেখানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোহাগী ইউনিয়নের সোহাগী বাজারে কাপড়ের ব্যবসা করেন কামরুল হাসান। সম্প্রতি আমির নামে এক ব্যক্তি তার দোকানে লুঙ্গি কিনতে যান। লুঙ্গি কিনতে গিয়ে ব্যবসায়ী কামরুল হাসানকে কিছু নকল সোনার কয়েন দেখিয়ে বলেন, তার ভাই রাজমিস্ত্রীর কাজ করেন।
ঈশ্বরগঞ্জের কোনো এক হিন্দু বাড়িতে কাজ করার সময় মাটির নিচ থেকে ৬৭০টি সোনার কয়েন পেয়েছেন। প্রতিটির কয়েনের মূল্য ৪ হাজার টাকা। আপনি যদি নেন তাহলে এক হাজার টাকা করে দেবো।