নরসিংদীর রায়পুরায় মসজিদে শিশু নিয়ে যাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় লাল চাঁন মিয়া (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন।
আজ রবিবার দুপুরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত লাল চাঁন উত্তরবাখরনগর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মৃত মইধর মিয়ার ছেলে। তিনি গ্রামে কৃষি কাজ করতেন।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, বাহাদুরপুর গ্রামের ইউসুফের ছেলে নূর ইসলাম (২২) তার শিশু মেয়েকে নিয়ে বৃহস্পতিবার রাতে তারাবির নামাজ আদায় করতে মসজিদে যান। ওই সময় মেয়েকে মসজিদের ইমামের পেছনে দাঁড় করান নূর ইসলাম। এ নিয়ে লাল চাঁনের মামা আলাউদ্দিন ও নূর ইসলামের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর্যায়ে নূর ইসলামের ভাতিজা জুয়েল এসে আলাউদ্দিনকে কিল ঘুষি মারেন। পরে স্থানীয়রা বিষয়টি মীমাংসার পরামর্শ দেন। পরে দুই পক্ষ এ সিদ্ধান্ত মেনে নিয়ে বাড়ি চলে যায়।
এরই মধ্যে খবর পেয়ে লালচাঁন তার মামার খোঁজখবর নিতে আসেন। খোঁজখবর নিয়ে যাওয়ার পথে নূর ইসলাম, জুয়েল, মুক্তার, মানিক, রেনু, অলিসহ বেশকিছু লোক লালচাঁনের গতি রোধ করেন। পরে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যান। পরে স্থানীরা তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তার অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত ঢাকায় পাঠান। এরই মধ্যে আজ রবিবার দুপুরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ব্যাপারে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত গোবিন্দ সরকার জানান, এ বিষয়টি নিয়ে লালচাঁনের বাড়ির লোকজন গতকাল একটি মারধরের মামলা করেছে। আজকে যেহেতু সে মারা মারা গেছে সেহেতু এটি হত্যা মামলায় রূপান্তরিত হবে। এ ছাড়া আসামি ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।