ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ের ফুটপাতের চাঁদাবাজ জামাল হোসেনকে (৪০) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবির একটি দল। শনিবার রাতে তাকে শিমরাইল মোড়ের ফুটপাত থেকে চাঁদা তোলার সময় ডিবির একটি টিম গ্রেফতার করে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে ফুটপাথের ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে সে চাঁদা উত্তোলন করতো।
জেলা গোয়েন্দা পুলিশ ডিবির এসআই মনিরুজ্জামান জানান, সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে ফুটপাথের ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে জামাল নিয়মিত চাঁদা উত্তোলন করতো। ক্ষুদ্র ব্যবসায়ীদের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত জামাল হোসেন চাঁদপুর জেলার মতলব থানার শিকারীকান্দি এলাকার মৃত আবব্দুর রশিদের ছেলে। সে সিদ্ধিরগঞ্জ সিআইখোলা কাঠের পুল এলাকার কামাল হোসেনের বাড়ির ভাড়াটিয়া।