English

21 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ১৮, ২০২৪
- Advertisement -

ডিবি পরিচয়ে বিধবার বাড়িতে ঢুকে নির্যাতন-তল্লাশি, বাবু আটক

- Advertisements -

পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্য পরিচয়ে এক বিধবার বাড়িতে তল্লাশির সময় বাবু (২৩) নামে এক যুবককে আটক করা হয়েছে। আজ শনিবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে দিনাজপুরের বিরামপুর উপজেলার হাবিবপুর মাহমুদপুর আদিবাসীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আটক বাবু উপজেলা বিনাইল ইউনিয়নের চাপড়া বাজার এলাকার মোফাজ উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, শনিবার সকালে হাবিবপুর আদিবাসীপাড়ার এক বিধবা নারীর বাড়িতে ছয় যুবক ডিবি পরিচয়ে তল্লাশি শুরু করে।এসময় কিছু বুঝে ওঠার আগেই ওই নারীকে বেধড়ক মারধর করে তারা।

এক পর্যায়ে ওই নারীর বাবাকেও নির্যাতন শুরু করলে ফোনে বিরামপুর থানাকে বিষয়টি জানান ভুক্তভোগী। পরে পুলিশ গিয়ে বাবুকে আটক করলেও অন্যরা পালিয়ে যায়।

নির্যাতনের শিকার নারী বলেন, ‘প্রতিদিনের মতো সকালে বাড়িতে কাজ করছিলাম।

হঠাৎ মোটরসাইকেলে বেশ কয়েকজন যুবক এসে ডিবি পরিচয়ে বাড়ি তল্লাশি শুরু করে। কিছু বুঝে ওঠার আগেই আমাকে লাঠিচার্জ করে।
এসময় আমার বাবাকেও নির্যাতন শুরু করে। তাদের এমন আচরণ দেখে সন্দেহ হলে থানা পুলিশকে বিষয়টি জানাই।
পরে পুলিশ এসে বাবু নামে একজনকে আটক করে।’ জানতে চাইলে বিরামপুর থানার ওসি সুব্রত কুমার সরকার বলেন, ‘ডিবি পরিচয়ে এক নারীর বাড়ি তল্লাশি ও নির্যাতনের খবরে এক যুবকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন