টেকনাফে ৬০ কেজি গাঁজা বোঝাই মাইক্রোসহ ৪ জন মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে কোস্টগার্ড।
আজ বৃহস্পতিবার বিকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক জানান, বৃহস্পতিবার ভোর ৬টারদিকে কুমিল্লার চৌদ্দগ্রাম হতে একটি গাঁজার চালান টেকনাফে প্রবেশ করার গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড টেকনাফ স্থল বন্দর এলাকায় একটি ধূসর রঙের হাইস গাড়ি (ঢাকামেট্টা-চ-১৪-২৪০২) তল্লাশী করে। গাড়ি থেকে ৬০ কেজি গাঁজা ও নগদ ৯ হাজার ৮৪৪ টাকা উদ্ধার করা হয়।
এসময় কুমিল্লার মোঃ আবদুল্লাহ (৩৪), মহিউদ্দীন (৩৫) ও ইসমাইল (২৫) ও মোছনী রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদ নূরকে (২৩) আটক করে। গাঁজা বহনকারী গাড়িটিও জব্দ করা হয়।
মিডিয়া কর্মকর্তা আরো জানান, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা করা হয়েছে।