কক্সবাজারের টেকনাফে নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে শিশু অপহরণের পর নির্যাতন করে হত্যার ঘটনায় অভিযুক্ত রোহিঙ্গা দুই জনকে আটক করেছে এপিবিএন পুলিশ।
কক্সবাজার ১৬ আর্মড ব্যাটালিয়ন এপিবিএন পুলিশের অধিনায়ক এসপি মো. তারিকুল ইসলাম তারিক এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সোমবার সকালে উপজেলার হ্নীলা নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের দায়িত্বরত এপিবিএন পুলিশ সদস্যরা গত শুক্রবার ক্যাম্প সংলগ্ন পাহাড়ের পাদদেশ থেকে উদ্ধারকৃত শিশু শাহিনুর (৮) হত্যা মামলায় সম্পৃক্ততার অভিযোগে স্থানীয় এবং ভিকটিমের মা-বাবার সহায়তায় নয়াপাড়া বি-ব্লকের ১১৫২/৪ নং শেডের বাসিন্দা আজিমুল্লাহর ছেলে রহমত উল্লাহ (২৩) এবং ব্লক-সি এর ৮৬২নং শেডের ২ নং রুমের বাসিন্দা রহমত উল্লাহর স্ত্রী সনজিদাকে (৩৫) আটক করতে সক্ষম হয়। এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনের মামলায় আটককৃতদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।