English

16 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

টুঙ্গিপাড়ায় গাছ লাগানোকে কেন্দ্র করে একই পরিবারের ৪ নারীকে কুপিয়ে জখম

- Advertisements -

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পেঁপে গাছ লাগানোকে কেন্দ্র করে একই পরিবারের চারজনকে কুপিয়ে আহত করা হয়েছে।

উপজেলার কেড়াইলকোপা গ্রামে শুক্রবার এ ঘটনা ঘটে। আহতরা টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

তারা হলেন কাজী লুৎফরের স্ত্রী সালহা বেগম (৪৫), তার মেয়ে পপি (২১), সুলতানা (১৮) ও সুমাইয়া (১৫)।

কাজি লুৎফর বলেন, ২০-২৫ দিন আগে আমার নিজের বসতভিটার পাশে পেঁপে গাছ লাগাই। সে গাছটি রহমান কাজী টেনে তুলে ফেলেন। প্রতিবেশীদের কাছে আমার স্ত্রী অভিযোগ করে। কেন অভিযোগ করা হলো এ নিয়ে স্ত্রী ও তিন মেয়েকে রহমান ও তার ছেলেরা মিলে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। আমি থানায় অভিযোগ করার দুদিন হয়ে গেলেও পুলিশ তদন্তে আসে নাই। থানা অসহযোগিতা করায় আদালতে মামলা করি।

আহত পপি বলেন, আমরা পারিবারিকভাবে নির্যাতনের শিকার। অভিযুক্তরা পথেঘাটে আমাদের অশালীন মন্তব্য করে। ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে তার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) তন্ময় মন্ডল বলেন, আমি বিষয়টি শুনেছি, তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবো।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন