টাঙ্গাইলের সদরে ২৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। মঙ্গলবার সকালে সদর উপজেলার কান্দিলা গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন-শহরের দেওলা এলাকার মনির হোসেনের ছেলে মঞ্জু মিয়া (৩১) ও একই এলাকার ফজল মিয়ার ছেলে ছদরুল আলম সবুজ ওরফে নাদিম (২৩)। ৬৯ হাজার টাকা মূল্যের ২৩০ পিস ইয়াবা, নগদ ৮ হাজার ১০০ টাকা, ২টি মোবাইল, ২টি সিম কার্ডসহ তাদের হাতেনাতে আটক করা হয়।
র্যাব ১২, সিপিসি-৩, টাঙ্গাইলের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার গোলাম ফারুক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, আটক ব্যক্তিরা দীর্ঘদিন যাবৎ ইয়াবা সংগ্রহ করে সদর থানার বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল। তাদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।