টাঙ্গাইলের মির্জাপুরে যাত্রীবাহী বাসে মদপান ও মদ্যপ অবস্থায় অন্যান্য যাত্রীদের সাথে অশোভন আচরণ করার অপরাধে শেমেলিন আলেকজেন্ডার নামে এক রাশিয়ান নাগরিককে আটক করেছে মির্জাপুর থানা পুলিশ।
শুক্রবার (১লা এপ্রিল) বিকেল ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই এলাকার নাসির গ্লাস ফ্যাক্টরির সামনে থেকে তাকে আটক করা হয়। তিনি রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আইটি বিভাগে কর্মরত বলে পুলিশ সূত্রে জানা গেছে।
মির্জাপুর থানার উপ পরিদর্শক আরিফ তালুকদার বলেন, পাবনা ঈশ্বরদী থেকে ঢাকাগামী ঢাকা মেট্রো- ব ১৫-৪৫৩৬ বাসে ওই রাশিয়ান নাগরিক প্রথমে বাসের ভেতর মদপান এবং মদ্যপ অবস্থায় বাসে মদ ছিটানো ও অন্যান্য যাত্রীদের সাথে অশোভন আচরণ করলে বাস থেকে কেউ একজন ৯৯৯ ফোন দেন। পরে বিষয়টি আমাদের জানানো হলে মহাসড়কের ওই স্থান থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসি।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলম চাঁদ বলেন, বিষয়টি রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষকে জানানো হলে রাতেই তাদের কয়েকজন প্রতিনিধি পাঠান। আমরা তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে ওই রাশিয়ান নাগরিককে হস্তান্তর করে দিয়েছি।