গাজীপুরের টঙ্গী পশ্চিম থানাধীন হাজির মাজার বস্তিতে আজ শনিবার (১ মার্চ) রাতে সন্ত্রাস ও মাদকবিরোধী অভিযান চালায় সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশের যৌথবাহিনী। অভিযানে ৪৩ জনকে আটক করা হয়।
এসময় নগদ প্রায় চল্লিশ হাজার টাকা, ২টি ছোরা, ২টি চাকু, স্লাই রেঞ্চ ১টি, কাটিং প্লাস ১টি, রাউটার ১টি, হার্ড ডিস্ক ৪টি, বাটন মোবাইল ৪টি ও বাংলা মদ উদ্ধার করা হয়। আটকের পর তাদের টঙ্গী পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, টঙ্গীর হাজির মাজার বস্তি এলাকা মাদক বিক্রির হটস্পট এবং ছিনতাইসহ বিভিন্ন অপরাধীদের নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ রায়হানুল ইসলাম ও ৯ আর্টিলারি ব্রিগেড কমান্ডারের নেতৃত্বে প্রায় ২৬০ (দুইশত ষাট) জন সেনাসদস্য, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, আমর্ড পুলিশ, বিজিবি ও র্যাব ওই এলাকায় অভিযান চালায়। এসময় ৪৩ জনকে আটক করা হয় এবং ছিনতাই ও ডাকাতি কাজে ব্যবহৃত বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়।
সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত ৯টা পর্যন্ত এ অভিযান চলে।
এব্যাপারে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ ইস্কান্দার হাবিবুর রহমানের সাথে যোগাযোগ করা হলে ৪৩ জনকে আটক করে থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেন এবং এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।