English

21 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
- Advertisement -

ঝিনাইদহে জমিজমা বিরোধ নিয়ে ভাতিজাদের ইটের আঘাতে চাচা নিহত

- Advertisements -

ঝিনাইদহের সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে ভাতিজাদের ইটের আঘাতে মখলেছুর রহমান (৪৮) নামে একজন নিহত হয়েছেন।

ঘটনাটি শনিবার (১৬ অক্টোবর) বিকেলে সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে ঘটেছে। নিহত মখলেছুর রহমান ওই গ্রামের আকবর বিশ্বাসের ছেলে।

স্থানীয় সুত্রে জানা যায়, মোহাম্মদপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে আলম পারিবারিক গোরস্থানে ঘর তৈরী করেছে। মখলেছুর রহমান ঘর তৈরীতে বাঁধা দিয়ে আসছে। এ নিয়ে দীর্ঘদিন ধরে ফজলুর রহমানের পরিবার ও মখলেছুর রহমানের পরিবারের মধ্যে বিরোধ চলে আসছে। এরই জের ধরে শনিবার বিকেলে দুই পরিবারের লোকজনের মধ্যে তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। সেসময় ফজলুর রহমানের ছেলেদের ইটের আঘতে মখলেছুর রহমান গুরুত আহত হয়। গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরী বিভাগে দ্বায়িত্বরত চিকিৎসক মুসলিমা স্বপ্নীল জানান, মখলেছুর রহমান যখন এসেছিল তখন তাকে আমরা মৃত অবস্থায় পাই। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। একনারীসহ ৩ জন আহত অবস্থায় এসেছে। তাদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে মারামারিতে মখলেছুর রহমান নামে একজন নিহত হয়েছে। দোষি ব্যক্তিদের গ্রেফতারে পুলিশী অভিযান চলছে। পরিস্থিতি স্বাভাবিক আছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন