জয়পুরহাটের আক্কেলপুরে ৪৫ বোতল ফেন্সিডিলসহ দুই মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকালে উপজেলার তিলকপুর ইউনিয়নের গিলাকুড়ি এলাকায় থানার উপ-পরিদর্শক নেওয়াজ এবং সহকারী উপ-পরিদর্শক শফিকুল ইসলাম চলমান মহামারী করোনাকালীন লকডাউনে দায়িত্ব পালন করা কালে আক্কেলপুর থেকে শান্তাহার অভিমুখে যাওয়া একটি সিএনজি অটোরিক্সাকে থামতে বলে।
এসময় যাত্রি বেশে থাকা দুই মহিলা পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে কাপড়ের ব্যাগে থাকা ৪৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। আটককৃতরা হলেন, পাবনা সদর উপজেলার চরতারাপুর গ্রামের জিয়া প্রামানিকের স্ত্রী সাথী বেগম (৪০) এবং রাজশাহীর রাজপাড়া থানা এলাকার আব্দুল করিমের মেয়ে আঙ্গুরী বেগম (৫০)।
থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান বলেন, ধৃত দুই মহিলা আন্তঃজেলা মাদক কারবারী সিন্ডিকেটের সাথে জড়িত। তারা দিনাজপুরের হিলি স্থলবন্দর থেকে ৪৫ বোতল ফেন্সিডিল নিয়ে শান্তাহার যাচ্ছিল। তাদের আটক করে থানায় নেওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।