জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলায় প্রায় এক সপ্তাহ আগে সড়কে একটি সংঘর্ষের জের ধরে দুই গ্রামের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১০ নারী-পুরুষ আহত হয়েছেন। ঘটনাটি উপজেলার রায়কালী ইউনিয়নের চন্দনদিঘী বাজারের পশ্চিমে পাকড়দাড়া মোড়ে ঘটেছে।
আহত, হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় এক সপ্তাহ আগে ভ্যান ও মটোরসাইকেল সংঘর্ষের জের ধরে উপজেলার গোপীনাথপুর ইউপির তেমারিয়া লোহারপাড়া ও রায়কালী ইউপির চিয়ারিগ্রাম পাকড়দ্বারিয়া গ্রামের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এর ধারাবাহিকতায় গতকাল রোববার (২২ আগস্ট) সন্ধ্যায় পথ অবরোধ করাকে কেন্দ্র করে রাত সাড়ে ৯টায় দুই গ্রামের মধ্যে সংঘর্ষে নারী-পুরুষসহ ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৭ জন আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন এবং ৩ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
রোববার রাতেই আহতদের দেখতে স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান। পরবর্তীতে সোমবার সকালে আবারো বিছিন্ন কিছু ঘটনা ঘটলে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তা নিয়ন্ত্রণ করেন।