অবশেষে গ্রেপ্তার হলো জিনের ভয় দেখিয়ে ধর্ষণ করা সেই শাহাদাত হোসেন (২০)। বৃহস্পতিবার (৮ এপ্রিল) বিকেলে গ্রেপ্তারের বিষয়টি নিশিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মিজানুল হক।
এরআগে গাজীপুরের কালীগঞ্জ পৌর এলাকার তুমলিয়া গ্রামের নিজ বাড়ি থেকে বুধবার (৭ এপ্রিল) দিবাগত রাত ১২টায় তাকে গ্রেপ্তার করে পুলিশ।
ওসি একেএম মিজানুল হক জানান, নির্যাতনের শিকার শিশুর মা বাদী হয়ে থানায় একটি মামলা (নং ৬) দায়ের করেছেন। সেই মামলায় তাকে দুপুরে গাজীপুর আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, জিনের ভয় দেখিয়ে টানা ১৫ দিন ১০ বছরের এক শিশুকে ধর্ষণ করে আসছিল শাহাদাত হোসেন। নির্যাতনের শিকার শিশুটি তার পরিবারের কাছে বিষয়টি বলে দেয়। পরিবারের লোকজন বিষয়টি স্থানীয় কাউন্সিলর, আওয়ামী লীগ ও যুবলীগ নেতাদের জানান।
পরে কাউন্সিলর, আওয়ামী লীগ ও যুবলীগ নেতারা গ্রাম্য শালিসি বিচার বসায়। বিচারে অপরাধী শাহাদাতকে মাটিতে থুথু ফেলে তা চেটে খাওয়ানো হয় এবং ২০ বার কান ধরে উঠবসসহ গ্রাম থেকে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।
বিষয়টি স্থানীয় গণমাধ্যমকর্মীরা জানতে পেরে অনুসন্ধান চালায় এবং বিভিন্ন গণমাধ্যম এ ঘটনার সংবাদ প্রকাশ করে।