বিশ্বম্ভপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাল ভোট দেয়ার সময়ে দুইজনকে আটক করে পুলিশে দিয়েছেন ম্যাজিস্ট্রেট মো. আনোয়ারুল হক । আটককৃতরা হলেন- বিশ্বম্ভপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের সিরাজপুর বাগগাঁও গ্রামের জিয়া রহমানের ছেলে নাঈম হোসেন (১৮), এবং একই গ্রামের মঞ্জুর আলীর ছেলে কামরুজ্জামান (১৯)।
রোববার দুপুরে সিরাজপুর বাগগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের একটি বুথে আটককৃত দুইজন জাল ভোট দিতে এলে কেন্দ্রের সহকারী পুলিং এজেন্টের সন্দেহ হলে পরিদর্শন করতে আসা ম্যাজিস্ট্রেটকে বিষয়টি জানান।
পরে তিনি প্রাথমিক যাচাই-বাছাই করে সন্দেহ হলে আটককৃত দুইজনকে পুলিশের মাধ্যমে থানা হেফাজতে পাঠান।
মোবাইল কোর্টের ম্যাজিস্ট্রেট মো. আনোয়ারুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্দেহজনক দুজনকে আটক করে পুলিশে দেয়া হয়েছে। কেউ অভিযোগ করলে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা দেয়া হবে।