বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ৯ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আজ সোমবার সন্ধ্যার পর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের গুলশানের বিভাগের উপ-কমিশনার মো. আসাদুজ্জামান।
এ বিষয়ে পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, রাষ্ট্রদ্রোহের ষড়যন্ত্র এবং দেশ অস্থিতিশীল করতে একটি বাসায় গোপন বৈঠক করছিলেন জামায়াত নেতারা। খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় দলটির ৯ নেতাকর্মীকে আটক করা হয়েছে।
রাত সোয়া ৮টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশের অভিযান চলছিল বলে জানিয়েছেন ভাটারা থানার পরিদর্শক রফিকুল হক। সাম্প্রতিক সময়ে শীর্ষ কোনো জামায়াত নেতার গ্রেপ্তারের ঘটনা এটি প্রথম।