জয়পুরহাটের নতুনহাট এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লোহার রডের আঘাতে জাহিদ হাসান (৪৫) নামে এক হোটেল শ্রমিক নিহত হয়েছে। রোববার (৬ জানুয়ারি) সকালে নতুনহাট এলাকায় কুসুম সুইটস হোটেলে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় শাহিন নামের অপর এক হোটেল শ্রমিককে আটক করেছে পুলিশ। বিষয়টি জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুর আলম সিদ্দিক নিশ্চিত করেছেন।
নিহত জাহিদ হাসান ফরিদপুরের নগরকান্দা থানার রামগঞ্জ গ্রামের ইসহাক মোল্লার ছেলে।
আটক শাহিন (১৯) ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার রায়পুর গ্রামের জিল্লুর রহমানের ছেলে।