দিনাজপুরে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে একই মাদ্রাসার সহকারী শিক্ষক হাফেজ মাওলানা ওয়াক্কাসকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে গ্রেফতার করে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালি থানার ওসি (তদন্ত) গোলাম মাওলা শাহ।
দিনাজপুর শহরের কালিতলায় সোনাপীর দারুল উলুম কাওমী মাদ্রাসায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষক দিনাজপুর বীরগঞ্জ উপজেলার কাজলা গ্রামের তাবেজ আলীর ছেলে।
মামলা সূত্রে জানা যায়, সোনাপীর দারুল উলুম কাওমী মাদ্রাসার হিফজ বিভাগের ওই ছাত্রকে শিক্ষক ওয়াক্কাস আলী বিভিন্ন সময় তার রুমে ডেকে নিয়ে ভয়ভীতি দেখিয়ে বলাৎকার করে আসছিল। একপর্যায়ে ওই শিক্ষার্থীর পায়ুপথে ব্যথা অনুভব হয়। পরে ওই শিক্ষক তাকে ওষুধ খাইয়ে ঘটনার বিষয় কাউকে না জানানোর জন্য মাদ্রাসা থেকে বের করে দেওয়াসহ নানা হুমকি-ধামকি দিয়ে আসছিলেন।
এদিকে, ঈদুল ফিতরের ছুটিতে বলাৎকারের শিকার শিক্ষার্থী নিজের বাসায় যায়। কিন্তু ছুটি শেষে মাদ্রাসায় ফিরতে অস্বীকৃতি জানায় সে। একপর্যায়ে পারিবারিক চাপে ওই শিক্ষার্থী ঘটনার বিবরণ দিলে মাদ্রাসায় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে অভিযুক্ত শিক্ষক ওয়াক্কাস আলীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ।