English

23 C
Dhaka
মঙ্গলবার, ফেব্রুয়ারি ১১, ২০২৫
- Advertisement -

ছাত্রদল নেতাকে ছাড়িয়ে নিতে থানায় হামলা, আরও দুজন গ্রেপ্তার

- Advertisements -

ছাত্রদলের কেন্দ্রীয় নেতা (বহিষ্কৃত) মোহাম্মদ হোসাইন মিথুনকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিতে নিউমার্কেট থানায় হামলার ঘটনায় জড়িত এজাহারভুক্ত আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- বিলাল ওরফে কালা বিলাল ও আল ওয়াসি ওরফে এরিক। দুজনই কলাবাগান থানা ছাত্রদলের নেতা বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) রাতে ধানমন্ডির পানসি রেস্টুরেন্টের কাছ থেকে তাদের গ্রেপ্তার করে নিউমার্কেট থানা পুলিশ। গ্রেপ্তার দুজনের গ্রামের বাড়ি ভোলায়।

পুলিশ সূত্র জানায়, ১০ জানুয়ারি রাতে এলিফ্যান্ট রোডের মালটিপ্ল্যান সেন্টারের সামনে এলিফ্যান্ট রোড কম্পিউটার সোসাইটির সভাপতি ওয়াহিদুল হাসান দিপু ও যুগ্ম সাধারণ সম্পাদক এহতেশামুল হককে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। এ ঘটনায় মিথুনের সংশ্লিষ্টতা পেয়ে পূর্বাচলের ৩০০ ফিট থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে ছাড়িয়ে নিতে নিউমার্কেট থানার সামনে পুলিশের ওপর হামলা করে ছাত্রদলের নেতাকর্মীরা। এতে নিউমার্কেট জোনের এসিসহ পাঁচ পুলিশ সদস্য আহত হন।

পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০ থেকে ৩৫ জনকে আসামি করে নিউমার্কেট থানার এসআই ওমর ফারুক মামলা করেন। এর মধ্যে ঘটনার সময় মিথুনসহ গ্রেপ্তার সাতজনকে কারাগারে পাঠানো হয়।

নিউমার্কেট থানা সূত্রে জানা যায়, পুলিশের ওপর হামলার পর বিলাল ও এরিক শরীয়তপুরে গিয়ে আত্মগোপন থাকে। এর মধ্যে বৃহস্পতিবার রাতে তারা ঢাকায় ফিরলে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। হামলায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন