English

23.1 C
Dhaka
শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
- Advertisement -

ছাগলের ম্যা ম্যা ডাকে ধরা পড়ল চোর

- Advertisements -
সড়কের পাশেই ঘাস খাচ্ছিল তিনটি ছাগল। এ সময় পাশে গিয়ে চার চোর মিলে ছাগলগুলো ধরে সিএনজিচালিত অটোরিকশায় ওঠানোর সময় ‘ম্যা ম্যা’ স্বরে ডাকতে শুরু করে। ছাগলের এ ডাকেই ধরা পড়ে দুই চোর। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের থানায় আনে।
বুধবার (৩১ মে) এ ঘটনার পর বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়। এমন ঘটনা ঘটেছে ময়মনসিংহের নান্দাইল উপজেলার সিংরুইল ইউনিয়নের সিংরুইল পূর্ব নদীর পাড় এলাকায়। 

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বুধবার দুপুরে ওই গ্রামের সাহের উদ্দিনের ছেলে সাদ্দাম হোসেন (৩৫) একটি খাসি ও দুটি বকরি ছাগল নিয়ে বাড়ির পাশেই স্থানীয় মুশল্লী-সিংরুইল সড়কের পাশে ঘাস খাওয়ার জন্য ছেড়ে দেন। তিনি কিছু দূরে দাঁড়িয়ে থাকেন।

সাদ্দাম জানান, এ সময় ওই সড়ক দিয়ে যাচ্ছিল সিএনজিচালিত একটি অটোরিকশা। হঠাৎ সিএনজিটি দাঁড়িয়ে পড়ে। এক পর্যায়ে সিএনজির ভেতর থেকে বের হয় চার যুবক। তারা তিনটি ছাগল ধরে সিএনজিতে ওঠানো মাত্রই ছাগলগুলো ম্যা ম্যা ডাকতে শুরু করে।
এ সময় তিনি চোর চোর বলে চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এসে দুই চোরকে হাতেনাতে ধরে ফেলে। বাকি দুজন পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে জনতার হাত থেকে চোর দুজনকে ধরে থানায় নিয়ে যাওয়ার সময় তাদের ব্যবহৃত সিএনজিটিও জব্দ করা হয়। 

নান্দাইল থানার উপপরিদর্শক মো. সুজন মিয়া জানান, ধৃত দুই চোরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা কিশোরগঞ্জ জেলার মোকছেদপুর এলাকার মৃত আব্দুল জলিলের পুত্র মো. মোস্তাকিম ওরফে রনি মিয়া (২০) ও একই এলাকার কাঞ্চন মিয়ার পুত্র আমিনুল ইসলাম ওরফে মুন্না (১৮)। পরে তাদের কাছ থেকে জানা যায়, পালিয়ে যাওয়া অপর দুজন হচ্ছে একই এলাকার মতি মিয়ার ছেলে শান্ত (১৮) ও তুষার (১৮)।

থানায় থাকা মুন্না জানায়, সিএনজিটি তার বাবা চালান। এ অবস্থায় বন্ধুদের নিয়ে ওই এলাকায় বেড়াতে এসেছিল। এ সময় ছাগল দেখে দুষ্টুমি করেছিল তারা, চুরি করার জন্য নয়।
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন