English

22 C
Dhaka
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
- Advertisement -

চুয়াডাঙ্গায় জামাইয়ের এলোপাথাড়ি ছুরিকাঘাতে জখম বৃদ্ধ শ্বশুর-শাশুড়ি

- Advertisements -

চুয়াডাঙ্গায় জামাইয়ের এলোপাথাড়ি ছুরিকাঘাতে জখম হয়েছেন বৃদ্ধ শ্বশুর-শাশুড়ি। গতকাল বুধবার রাত ৯টার দিকে সদর উপজেলার জাফরপুর গ্রামে জামাইয়ের বাড়িতে এ ঘটনা ঘটে। পরে তাদের জখম অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর অভিযুক্ত জামাই গা ঢাকা দিয়েছে।

আহত আবদুল মান্নান বলেন, বছর দুয়েক আগে আমার মেয়ে মিম খাতুনকে জাফরপুরের জাহিদুল ইসলামের ছেলে ব্যবসায়ী আরিফ হোসেনের সঙ্গে বিয়ে দিই। প্রায়ই জামাই আরিফ হোসেন আমার মেয়েকে মারধর করে। কয়েক দিন আগেও সে মিমকে মারধর করে। বিষয়টি মীমাংসার জন্য আমরা বুধবার সন্ধ্যায় জামাই আরিফের বাড়িতে যাই। কথাবার্তার একপর্যায়ে রাত ৯টার দিকে ধারালো ছুরি নিয়ে জামাই আমাদের ওপর হামলে পড়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত ডা. সাজিদ হাসান বলেন, তাদের দুজনের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের জখম চিহ্ন রয়েছে। এর মধ্যে রিক্তা খাতুনের অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাকে বাইরে পাঠানো হতে পারে। দুজনের শরীরে ১৫-২০টা সেলাই দেয়া হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ খান বলেন, জামাইয়ের ছুরিকাঘাতে শ্বশুর-শাশুড়ি জখম হয়েছে বলে জেনেছি। এখনও মামলা হয়নি। মামলা করা হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন