চুয়াডাঙ্গার জীবননগরের উথলী বাজার পাড়ায় মোবাইল ফোনে অশ্লীল ছবি দিখিয়ে আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টা করেছে নাজমুল (৩৫) নামের এক যুবক।
ঘটনাটি বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে ঘটলেও জানাজানি হয় শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায়।
এলাকাবাসী জানায়, উথলী গ্রামের আট বছর বয়সের এক শিশু বৃহস্পতিবার দুপুরে বাড়ির পার্শ্ববর্তী মাঠে ছাগল চরাতে যায়। মাঠে শিশুটিকে একা পেয়ে একই পাড়ার ওদু মণ্ডলের ছেলে নাজমুল মোবাইল ফোনে অশ্লীল ছবি দেখিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুটি চিৎকার শুরু করলে নাজমুল পালিয়ে যায়।
শিশুটি ভয়ে ওই দিন বিষয়টি বাড়ির কাউকে না জানালেও শুক্রবার সন্ধ্যায় তার মায়ের কাছে ঘটনাটি খুলে বলে। পরে এলাকাবাসী নাজমুলকে আটক করে জীবননগর থানা পুলিশের কাছে সোপর্দ করে। এ ঘটনায় শুক্রবার রাতে শিশুটির মা বাদী হয়ে জীবননগর থানায় নাজমুলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ ভিত্তিতে নাজমুলকে আটক করা হয়েছে। শনিবার (২৭ ফেব্রুয়ারি) তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।