চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন মধ্যম শহীদ নগর এলাকায় স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণের অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। ৩০ আগস্ট ২০২০ রবিবার মধ্যম শহীদ নগর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানান সিএমপির সহকারী কমিশনার (বায়েজিদ জোন) পরিত্রান তালুকদার।
আটক চারজন হলেন, মো. বাদশা মিয়া (৩৬), মো. জাবেদ (২৮), মো. রবিন (১৯) ও মো. ইব্রাহিম (৩০)। তারা বায়েজিদ থানাধীন বিভিন্ন এলাকায় বসবাস করে।
ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত মো. শফি পলাতক রযেছে বলে জানান পরিত্রান তালুকদার। সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) আশিকুর রহমান বলেন, এক নারী তার স্বামীসহ রৌফাবাদ এলাকা থেকে ওয়াপদা গেইটে কাজ শেষ করে ফেরার পথে অক্সিজেন আলপনা ক্লাবের সামনে থেকে সন্ত্রাসী শফি তাদের পথরোধ করে। পরে শফি তার পরিচিত অন্য আসামিদের নিয়ে স্বামী-স্ত্রীকে সিএনজি অটোরিকশায় তুলে শহীদ নগর সালমা কলোনীতে নিয়ে যায়।
আশিকুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ভিকটিমকে উদ্ধার করে এবং অভিযুক্ত চারজনকে আটক করে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন