চট্টগ্রাম নগরের পতেঙ্গায় আউটার রিং রোডে রেসিং করে উল্টো পথে মোটরসাইকেল চালানোর প্রতিবাদ করায় জহির উদ্দিন নামে এক বিচারকের ওপর হামলার অভিযোগ উঠেছে।
বুধবার (৯ ডিসেম্বর) বিকেলে নগরের পতেঙ্গা থানার চরপাড়া বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আলী আকবর ইকবাল ও হাসান আলী জিসান নামে দুই যুবককে আটক করেছে পুলিশ।
আলী আকবর ইকবাল বন্দর থানা আওয়ামী লীগের বহিস্কৃত সাংগঠনিক সম্পাদক ও ‘হায় মুজিব’ নেতা হিসেবে পরিচিত হাজী ইকবালের ছেলে। অন্যদিকে হামলার শিকার জহির উদ্দিন চট্টগ্রাম ৫ম যুগ্ম দায়রা জজ হিসেবে দায়িত্বরত রয়েছেন।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়ের সৈয়দ বলেন, বুধবার বিকেলে ৫টার দিকে আউটার রিং রোডে মোটরসাইকেল রেস করছিলেন আলী আকবর ইকবাল ও জিসান। তা দেখে প্রতিবাদ করেন বিচারক জহির উদ্দিন। এতে ক্ষিপ্ত হয়ে বিচারকের উপর হামলা চালায় তারা। এ সময় স্থানীয় লোকজন তাদের হাত থেকে ওই বিচারককে উদ্ধার করে। পরে ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে পুলিশ।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন