বাগেরহাটের ফকিরহাট উপজেলায় ছাগল খুঁজতে বাড়ি থেকে বের হয়ে গ্রামপুলিশ মোস্তফা শেখের ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। সোমবার রাত ১০টার দিকে উপজেলার শুভদিয়া ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামের ভুক্তভোগীর বাড়ির পাশে এ ঘটনা ঘটে।
এঘটনায় ভুক্তভোগী গৃহবধূ আজ মঙ্গলবার দুপুরে ফকিরহাট মডেল থানায় বাদী হয়ে মামলা দায়েরের পর মোস্তফাকে গ্রেফতারে অভিযান শুরু করেছে পুলিশ। অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলিমুজ্জামান।
তিনি জানান, উপজেলার শুভদিয়া ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামের ওই গৃহবধূ স্বামী বাড়িতে না থাকায় সোমবার রাতে নিজেদের পালিত ছাগল না পেয়ে খুঁজতে বাড়ি থেকে বের হন। তখন গ্রামপুলিশ মোস্তফা তাকে একা পেয়ে ধর্ষণ করে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতারে অভিযান চালাচ্ছে ফকিরহাট থানা পুলিশ।