English

23 C
Dhaka
বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
- Advertisement -

গোরস্তানে কবর খুঁড়ে ১০ কঙ্কাল চুরি

- Advertisements -

ময়মনসিংহ সদর উপজেলার একটি গোরস্তানে ১০টি কবর খুঁড়ে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। সোমবার (২০ মার্চ) দিবাগত রাতে সদর উপজেলার চর লক্ষ্মীপুর কাছিমুল উলুম গোরস্থানে এই ঘটনা ঘটে।

চর লক্ষ্মীপুর কাছিমুল উলুম গোরস্থান মাদরাসা ও জামে মসজিদের ইমাম মাওলানা এখলাছ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গতকাল রাতের কোনো এক সময় গোরস্তানের ১০টি কবর খুঁড়ে কঙ্কাল চুরি হয়। সকালে আমরা কেউ বিষয়টি টের পাইনি। বিকেল সাড়ে ৩টার দিকে একজন তার বাবার কবর জিয়ারত করতে এলে কবর খোঁড়া দেখে আমাদের জানান। পরে আমরা গোরস্তানে গিয়ে দেখি ১০টি কবর খুঁড়ে কঙ্কাল চুরি হয়েছে।

তিনি বলেন, কবর খুঁড়ে কঙ্কাল চুরির বিষয়টি গোরস্থান কমিটিকে জানানো হয়েছে। তাদের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় আব্দুর রশিদ বলেন, কবর খুঁড়ে যে বা যারাই কঙ্কাল চুরি করেছে তাদের আইনের আওতায় এনে কঠিন বিচার দাবি করছি। পরবর্তীতে যেন আর কেউ এমন কাজ করার সাহস না পায়।

কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন আহমেদ বলেন, আমি অন্য একটা কাজে এই এলাকায় এসেছিলাম। পরে স্থানীয়দের কাছে জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন