গোপালগঞ্জের সদরে পূর্বশত্রুতার জেরে দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ১৯ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Advertisements
আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ভেন্নাবাড়ি মহাজন বাড়ি ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার বোড়াশী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য সেকেন্দার মোল্লার সঙ্গ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য মিটু মোল্লার দীর্ঘ দিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এর জেরে সোমবার সকালে দুই পক্ষের সমর্থকরা কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই পক্ষের ৩০ জন আহত হন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান ঘটনার বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষই অভিযোগ দেয়নি।