রাজধানীর গুলশানে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (২২ফেব্রুয়ারি) বেলা সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। পরে সন্ধ্যার দিকে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়।
ভিকটিমের বাবা জানান, তার মেয়ে একটি মাদ্রাসায় পড়ে। তিনি প্রাইভেটকার চালান। ঘটনার সময় তিনি বাইরে ছিলেন। শিশুটির মা অন্তসত্ত্বা।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, শিশুটি যখন হাসপাতালে আনা হয় তখন সে রক্তাক্ত অবস্থায় ছিল। বর্তমানে ২১২নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছে।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, বিস্তারিত জানার জন্য আমরা কাজ করছি।