বিশেষ কায়দায় টিস্যু পেপারের প্যাকেটে ইয়াবা পাচারের সময় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ভোরে রাজধানীর উত্তরার ৯ নম্বর সেক্টর থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৬০০ পিস ইয়াবা।
গ্রেফতাররা হলেন রকি শেখ (৩০) ও মো. জুয়েল প্রকাশ মানিক (৩৪)।
পুলিশ জানায়, দুজনই পেশায় গাড়িচালক। তারা গাড়ি চালানোর আড়ালে মাদকের কারবার করতেন। কক্সবাজার থেকে ইয়াবা এনে ঢাকার বিভিন্ন স্থানে সরবরাহ করেন তারা।
বৃহস্পতিবার ভোরে ইয়াবার এমন একটি চালান নিয়ে যাচ্ছিলেন তারা। গোপন সংবাদের ভিত্তিতে আব্দুল্লাহপুর ট্রাফিক বক্সের পাশ থেকে তাদের গ্রেফতার করা হয়।
তাদের দুজনেরই পকেট থেকে ৩০০ পিস করে ৬০০ পিস ইয়াবা জব্দ করা হয়। এসব ইয়াবা টিস্যু প্যাকেটের ভেতর বিশেষ কায়দায় লুকানো ছিল।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোহসীন বলেন, গ্রেফতার রকি খুলনার খালিসপুর থানার খালিসপুর হাউজিং বাজার এলাকার সুলতান শেখের ছেলে। আর জুয়েল গাজীপুর জেলার জয়দেবপুর থানার মাস্টারবাড়ি এলাকার নিয়ত আলীর ছেলে।
ওসি জানান, গ্রেফতার জুয়েলের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। এ ঘটনায় দুজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।