জমিতে গরুকে ঘাস খাওয়ানোর সময় দিনাজপুরের নবাবগঞ্জে এক গৃহবধূকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় হানিফ রায়হান (২৫) নামে এক যুবকের বিরুদ্ধে মঙ্গলবার থানায় মামলা দায়ের করছেন ওই নারী।
এর আগে গতকাল সোমবার বিকালে নবাবগঞ্জ উপজেলার মাহামুদপুর ইউনিয়নের হরিনাথপুর অফিসপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত হানিফ নবাবগঞ্জ উপজেলার হরিনাথপুর অফিস পাড়া গ্রামের মো. আখতার মিয়ার ছেলে।
জানা যায়, সোমবার বিকালে ওই গৃহবধূ (২৭) তার নিজ বসতবাড়ির পশ্চিম পাশে পরিত্যক্ত জমিতে গরুকে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে যান। সেখানে একই গ্রামের হানিফ রায়হান তাকে একা পেয়ে ধর্ষণ করেন। ধর্ষণের একপর্যায়ে ওই গৃহবধূ চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এলে হানিফ দৌড়ে পালিয়ে যায়।
নবাবগঞ্জ থানার ইন্সপেক্টর মমিনুজ্জামান (তদন্ত) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গৃহবধূ ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী নিজে থানায় উপস্থিত হয়ে মামলা দায়ের করেছেন। আসামিকে আটক করতে অভিযান অব্যাহত রয়েছে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।