English

21 C
Dhaka
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
- Advertisement -

খুলনায় নেশাজাতীয় দ্রব্য খাইয়ে তরুণীকে গণধর্ষণ

- Advertisements -

খুলনা নগরীর তেলিগাতী মধ্যপাড়ায় এক তরুণী গণধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় নগরীর আড়ংঘাটা থানায় মামলা হয়েছে।

আড়ংঘাটা থানার ওসি মো. ওহিদুজ্জামান জানান, শুক্রবার দুপুরে ভুক্তভোগী (১৯) বাদী হয়ে চারজনকে আসামি করে মামলা করেন। পরে এক আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার ফজলুর রহমান শাওনের (৩১) বাড়ি খলিশপুর নয়াবাটি এলাকায়।

মামলার বাকি আসামিরা হলেন- খালিশপুর হাউজিং এলাকার আবু কাশেমের ছেলে সোয়ান (৩১), তেলিগাতী মধ্যপাড়া ক্লাব মোড়ের লিয়াকত শেখের ছেলে রুবেল শেখ (৩২) ও অজ্ঞাত পরিচয় একজন।

মামলার বরাত দিয়ে ওসি বলেন, পূর্ব পরিচয়ের সূত্রধরে শাওন বৃহস্পতিবার বিকালে ওই তরুণীকে নগরীর ফুলবাড়িগেট এলাকায় নিয়ে যান।

পরে সন্ধ্যায় আড্ডা দেওয়ার সময় চায়ের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে তেলিগাতী মধ্যপাড়ার আজগর সরদারের বাড়িতে নেন।

রাতে চারজন মেয়েটিকে ধর্ষণ করে। স্বাস্থ্য পরীক্ষার জন্য তরুণীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর এ মামলার বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

বলিউডে টিকছেন না রণবীর

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন