রাজধাবীর পল্লবী থানা এলাকা থেকে এক শিশুকে উদ্ধারসহ অপহরণকারী চক্রের সক্রিয় এক নারী সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-৪। গ্রেপ্তারকৃতের নাম মোছা. সুমি বেগম (৪০)। উদ্ধারকৃত শিশুর নাম মোছা. মিথিলা আক্তার (৯)। র্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গতকাল বুধবার সুনির্দিষ্ট অভিযোগের মাধ্যমে তারা জানতে পারেন যে, একজন মহিলা অপহরণকারী ৯ বছরের এক শিশুকে অপহরণ করেছে। এরপর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৪ এর একটি আভিযানিক দল পল্লবী থানাধীন মুসলিম বাজারস্থ “সি ব্লক” এর একটি পাকা রাস্তার ওপরে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় শিশু মিথিলা আক্তারকে উদ্ধারসহ অপহরণকারী চক্রের সক্রিয় নারী সদস্য সুমি বেগমকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানের বরাত দিয়ে র্যাব জানায়, রাজধানীর বিভিন্ন এলাকা হতে অসহায় গরীব ছোট বাচ্চাদের খাবার কিনে দেওয়ার মিথ্যা প্রলোভন দেখিয়ে অপহরণ করত ওই নারী। পরে তাদের বিভিন্ন বাসায় কাজের নামে অবৈধভাবে দালালের কাছে বিক্রি করে আসছিল সে।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে র্যাব।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন