কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদকসহ মা ও মেয়েকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোররাতে তাদের আটক করে বুধবার দুপুরে জেলা হাজতে প্রেরণ করা হয়।
আটকরা হলেন মা সোনাভান বেগম (৪৫) ও তার মেয়ে আশা বেগম (২৫)। আটক সোনাভান বেগম পাবনা জেলার ঈশ্বরদী থানার ফতে মোহাম্মদপুর কলাবাগান এলাকার দুলাল মিয়ার স্ত্রী।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে নাগেশ্বরী উপজেলার কলেজ মোড় এলাকায় যাত্রীবেশে গাঁজা নিয়ে যাচ্ছিল ওই দুই নারী। পরে অটো আটক করে নারী পুলিশ দ্বারা ওই দুইজনের দেহ ও ভ্যানিটি ব্যাগ তল্লাশী করে ২ কেজি ৫শ গ্রাম গাঁজাসহ তাদের দু’জনকে আটক করা হয়। আটক ওই দুই নারী মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বুধবার মামলা দায়ের করা হয়।পরে বুধবার দুপুরে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয় তাদের।
এ ব্যাপারে নাগেশ্বরী থানার ওসি রওশন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন